বরাবর,
চেয়ারম্যান সাহেব
৫নং তালন্দ ইউ,পি
তানোর,রাজশাহী ।
বিষয়ঃ বিচার প্রসঙ্গে ।
বাদী- প্রতিবাদী-
মোঃ লবির আলী শ্রী গনেশ মাস্টার
পিতাঃ কছির মন্ডল পিতাঃ মৃতঃ মাতলা
গ্রামঃ মোহর গ্রামঃ মোহর
উপজেলা:তানোর,জেলা,রাজশাহী । উপজেলা:তানোর,জেলা,রাজশাহী ।
বিনীত,
নিবেদন এই যে, আমি মোঃ লবির আলী গ্রামঃ মোহর উপজেলাঃ তানোর, জেলাঃ রাজশাহীর স্থায়ী বাসিন্দা ।আমার প্রতিবেশী শ্রী গনেশ মাস্টার পিতাঃ মৃতঃ মাতলা গ্রামঃ মোহর উপজেলাঃ তানোর জেলাঃ রাজশাহী। সে আমার তফসিলের সম্পত্তি ২৫৪ নং খতিয়ান নম্বর ৮৩৯ দাগের ৭০ শতক মাটি কি মুলে ক্রয় করেছে তাঁর কাগজ পত্র দেখার জন্য আমি আপনার সরনাগত হইয়াছি। সে বহুদিন যাবত আমার সম্পত্তি ভোগদখল করিয়া খাইতেছে। আমাদের সম্পত্তির কথা বলতে গেলে সে নানা বাহান করে আজ না কাল বলে বহুদিন আমাকে হয়রানি করিতেছে এমন অবস্থায় আপনার নিকট আমার আরজ এইযে আপনি উক্ত ব্যক্তিকে আপনার কাযলয়ে তলব দিয়ে আমাকে একটি সুন্দর সমাধান করে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করিতেছি।
হুজুরে নিকট বিনীত নিবেদন এই যে উক্ত প্রতিবাদীকে তলব দিয়ে সুবিচার করতে আপনার মর্জি হয় ।
নিবেদক
মোঃ লবির আলী
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS